হঠাৎ সোশ্যাল মিডিয়া খুলতেই দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দড়ি দিয়ে চেয়ারে বেঁধে রাখা হয়েছে! ব্যাপারটা কী? ভালো করে নজর করতেই দেখা গেল, সেটা একটা শুটিংয়ের সেট। আসলে এক বিজ্ঞাপনের ফটোশুটে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে একটি মোটা দড়ি দিয়ে বাঁধা হয়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন কোহলি।
ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ছবি আপলোড করে ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলার সময় ঠিক এমনই অনুভূতি হয়।’
গত বছরের মার্চে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনভাইরাস। এরপর মার্চ থেকে থমকে যায় বিশ্ব ক্রীড়াঙ্গন। পরবর্তীতে জুলাইয়ে করোনার মধ্যেই শুরু হয় ক্রিকেট। তবে এখনও কড়া জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে চলছে বিশ্ব ক্রিকেট। জৈব-সুরক্ষা বলয়ের এক রকম বন্দি থাকেন ক্রিকেটাররা। কীভাবে ক্রিকেটাররা বন্দি থাকেন, সেটিই হয়তো বোঝাতে চেয়েছেন কোহলি।
;