কৃষক ও পশুপালকের মধ্যে নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৫ জন কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ। গেল শুক্রবার থেকে সূত্রপাত হয় এই সংঘর্ষের।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বাহারির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন কৃষকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে।প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনাকে বর্বর এবং অর্থহীন উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রক্তক্ষয়ী এই সংঘর্ষের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না তার সরকার।
সশস্ত্র ফুলানি পশুপালকরা গ্রামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা চালায় একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এরপর থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা রবিবার পর্যন্ত চলে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।