ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর জেনারেলের গাড়িতে গুলি

ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর ঊর্ধ্বতন এক কমান্ডারকে বহন করা গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এতে তার এক দেহরক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার ইরানের অশান্ত দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।  

প্রাদেশিক রাজধানী জাহেদানে একটি চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত দেহরক্ষী মাহমুদ আবসালান ওই অঞ্চলের বিপ্লবী গার্ডবাহিনীর ঊর্ধ্বতন এক কমান্ডারের ছেলে। 

খবরে বলা হয়, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসি অক্ষত আছেন এবং হামলাকারীদের গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।  

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত সুন্নি মুসলিম অধ্যুষিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি মাদক চোরাকারবারি চক্র ও ইরানের শিয়া শাসকদের বিরুদ্ধে লড়াই করা সুন্নি যোদ্ধাদের তৎপরতার কারণে প্রদেশটি দীর্ঘদিন ধরেই অশান্ত।

LEAVE A REPLY