মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম
সপ্তাহের একমাত্র নতুন সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। শুক্রবার (৩ জুন) দেশের প্রায় ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি। সিনেমাটিতে ১৫ বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম।
এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল ইমন ও মমকে।।সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এরপর ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। তবে ১৫ বছরে আর এক হওয়া হয়নি তাদের। অবশেষে ‘আগামীকাল’ সিনেমায় আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হন এই জুটি।
সিনেমা প্রসঙ্গে পরিচালক অঞ্জন বলেন, ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি।
ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।