আঁতোয়া গ্রিজ়ম্যানের পরিবর্তন হিসেবে মাঠে নামা এমবাপের গোলেই সমতায় ফিরে ফ্রান্স
চোট সারিয়ে মাঠে নেমেই উয়েফা নেশনস লিগে ফ্রান্সের হার বাঁচালেন এমবাপে। শুক্রবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে গিয়েও তার সৌজন্যেই ম্যাচ ১-১ শেষ করল ফ্রান্স।
ভিয়েনার মাঠে অস্ট্রিয়ার বিরুদ্ধে এমবাপেকে প্রথম একাদশে রাখা হয়নি। ৬৩ মিনিটে আঁতোয়া গ্রিজ়ম্যানের পরিবর্তন হিসেবে মাঠে নামানো হয় এমবাপেকে। ২০ মিনিটের মধ্যেই সমতা ফেরান তিনিই। এই ড্রয়ের ফলে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ ‘এ’-র গ্রুপ ওয়ানে চার দলের মধ্যে চতুর্থ স্থানে থাকল ফ্রান্স।ডি-ইভূ