কাতার বিশ্বকাপের জন্য আগেই ঘোষণা করেছিল ২১ জনের নাম। আজ বাকি ৫ জনের নাম চূড়ান্ত করেছে ডেনমার্ক। দলে জায়গা পেয়েছেন লিপজিগের স্ট্রাইকার ইউসুফ পোলসেন, ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার ক্রিস্তিয়ান নরগো, হাফেনহেইমের মিডফিল্ডার হুবার্ট স্কোউ, বেনফিকার ডিফেন্ডার আলেক্সান্ডার বেহ ও ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেদেরিক ওয়াননু।
২৬ জনের দল চূড়ান্ত হওয়ার পর কোচ ক্যাম্পার হুলমান্ড বলেছেন,’স্কোয়াড এখন পরিপূর্ণ।
আমি খুশি। প্রথম ম্যাচের আগে আরো ছয় দিন অনুশীলন করতে পারবো। ‘ ‘ডি’ গ্রুপে ডেনমার্কের সঙ্গী ফ্রান্স, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। আগামী ২২ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডেনমার্ক।
গোলরক্ষক : ক্যাসপার স্মেইকেল, অলিভার ক্রিস্টেনসেন ও ফ্রেদেরিক ওয়াননু।
রক্ষণভাগ : ড্যানিয়েল ওয়াস, রাসমুস নিসেন ক্রিস্টেনসেন, জেনস স্ট্রাইগার লারসেন, জোয়াকিম মায়েহলে, আন্দ্রেস ক্রিস্টেনসেন, সায়মন কায়ের, জোয়াখিম অ্যান্ডারসেন, ভিক্টোর নেলসন।
মধ্যমাঠ : পিয়েরি এমিলে হোবার্গ, থমাস ডেলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, ম্যাথিয়াস জেনসেন, ক্রিস্তিয়ান নরগো, হুবার্ট স্কোউ ও আলেক্সান্ডার বেহ।
আক্রমণভাগ : মাইকেল ডামসগার্ড, আন্দ্রেস স্কোভ ওলসেন, জেসপার লিন্ডস্ট্রম, মার্টিন ব্রাথওয়েট, ক্যাসপার ডোলবার্গ, জোনাস উইন্ড, ইউসুফ পোলসেন ও আন্দ্রেস কোমেলিয়াস।