কে পাচ্ছেন ২০২২ সালের সেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার? জানা যাবে ফেব্রুয়ারি ২৭ তারিখে। এই পুরস্কারের লড়াইয়ে এগিয়ে থাকা ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসি।
ব্যালন ডি’অরের জন্য মনোনিত ৩০ জনের মধ্যে জায়গা করে নিতে পেরেছিলেন না মেসি। সেই আর্জেন্টাইন তারকাই ফিফ দ্য বেস্ট জয়ের দৌঁড়ে এগিয়ে রয়েছেন। বিশ্বকাপ মাতানো আরেক আর্জেন্টাইন তারকাও আছেন সংক্ষিপ্ত তালিকায়। তিনি হলে ম্যানসিটি তারকা হুলিয়ান আলভারেজ। ব্রাজিলীয় তারকা নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রওও আছেন এই তালিকায়। রয়েছেন ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমাও। তবে তালিকায় নেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
‘ফিফা দ্য বেস্ট’র সংক্ষিপ্ত তালিকা :
১. হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি)
২. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
৩. জুড বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড/ইংল্যান্ড)
৪. কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)
৫. আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
৬. আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো)
৭. রবার্ত লেভানদোস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা/পোল্যান্ড)
৮. সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ/সেনেগাল)
৯. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স)
১০. লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
১১. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
১২. নেইমার জুনিয়র (পিএসজি/ব্রাজিল)
১৩. মোহাম্মদ সালাহ (লিভারপুল/মিশর)
১৪. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)
ম্যাচের আগে দরিয়েলতন বলেছিলেন, ‘আমি একজন স্ট্রাইকার। গোল করা ছাড়া আমার তেমন কাজ নেই। স্ট্রাইকার হিসেবে আপনাকে পরিপূর্ণ হতে হবে, সেক্ষেত্রে যখনই আপনার কাছে বল আসুক না কেনো তা জালে পাঠাতে হবে। হয়তো অনেক সময় সফল হবেন আবার অনেক সময় ব্যর্থ। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে।’
আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে মুগ্ধ দরিয়েলতন বলেন, ‘এই ক্লাবকে খুব পছন্দ করি। বড় ক্লাব, দারুণ উপভোগ করছি। এখানকার সবাই আমাকে সমর্থন দিচ্ছে। কিংস এই দেশের সেরা ক্লাব।’