অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন, দিলেন সুখবর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বেশ কিছুদিন ধরেই। মা হতে চলেছেন দীপিকা। তবে বলিউডের নায়িকাদের নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার গুঞ্জন নয়, ঘটনা একেবারেই সত্য।

সত্যিই মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাঁদের প্রথম সন্তান আসছে। ২০২৪-এর সেপ্টেম্বরেই জন্মগ্রহণ করবে দীপিকা রণবীরের সন্তান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজের অন্তঃসত্ত্বা হওয়া বিষয়টি নিশ্চিত করলেন দীপিকা।

নিজেদের সন্তান আসার সুসংবাদ জানালেন রণবীর-দীপিকা জুটি। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই সুসংবাদ দেন বলিউডের প্রভাবশালী জুটি। ছবিতে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়।

অর্থাৎ এ বছরের ২৪ সেপ্টেম্বর। 

1

এদিকে দীপিকা পাড়ুকোনের  অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদে বেশ সরগরম বলিউডসহ গোটা ভারত। একের পর এক মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা। আয়ুষ্মান খুরানা, দর্শনা বণিকসহ একাধিক তারকারা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে। গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘ও বাবা।

দারুণ খুশির খবর। খুব খুশি তোমাদের জন্য।’ সদ্যোবিবাহিত রকুলপ্রীত সিং লিখেছেন, ‘দারুণ খুশির খবর।’ এক ভক্ত লিখেছেন, ‘আমি আনন্দে রীতিমতো চিৎকার করছি। উফ কী যে আনন্দ হচ্ছে!’ আরেক অনুরাগী লিখেছেন, ‘অবশেষে সেই দুর্দান্ত খবর। ভীষণ খুশি আপনাদের জন্য। ভালো থাকুন।’

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁর আগে দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন এই জুটি। তারপর পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। গত বছর কফি উইথ করণ শো’তে এসে তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ্যে আনেন। এবার বিয়ের ছয় বছর পর তাঁরা প্রথমবার বাবা-মা হতে চলেছেন।

দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখে গেছে ‘ফাইটার’-এ। প্রথমবারের মতো হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। সামনে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে তাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাসের সঙ্গে ‘কল্কি-২৮৯৮ এডি’। অন্যদিকে, রণবীর সিংকে আগামীতে ‘ডন ৩’ চলচ্চিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, শক্তিমান হয়েও নাকি তিনি ধরা দেবেন বড় পর্দায়। এ ছাড়া ‘সিংহাম এগেইন’-এ ক্যামিও চরিত্রে থাকছেন তিনিও।

LEAVE A REPLY