যে কারণে আফগান সীমান্ত নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ বেড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের। মার্কিন ও অন্যান্য বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে গত দুই দশকে পাকিস্তানে তালেবান গোষ্ঠীর হামলায় কয়েক হাজার মানুষ নিহতের কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘আগামী দুই- তিন মাস সংকটপূর্ণ হতে চলেছে।’ আফগান বাহিনী এবং পশ্চিমা সমর্থিত প্রশাসনের পতনের পর আফগান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইসলামাবাদ।পাকিস্তান সরকার বলেছে যে বর্তমান আন্দোলনের উপর দেশটির প্রভাব হ্রাস পেয়েছে। মূলত, মার্কিন এবং অন্যান্য বিদেশী সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের তারিখ ঘোষণার পর থেকে তালেবানদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ায় এটি হ্রাস পেয়েছে বলে জানায় তারা।

LEAVE A REPLY