‘টেস্টে রিয়াদ, টি-টোয়েন্টি থেকে তামিম বাদ’

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, বিসিবির বোর্ড সভা সবমিলিয়ে ক্রিকেটাঙ্গনে ব্যস্ততার কমতি ছিল না। এমন ব্যস্ততার আবহে প্রবেশের আগেই বুধবার দুপুরে উত্তাপ ছড়ালেন তামিম ইকবাল। সব মনোযোগ কেড়ে নিলো তার সিদ্ধান্ত। হুট করেই ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবেন না তিনি। তরুণদের সুযোগ করে দিতে সরে দাঁড়ালেন।

খবরটা ছড়িয়ে পড়তেই অপেক্ষা ছিল বোর্ড সভার পর বিসিবির প্রতিক্রিয়ার। ম্যাচের বিরতিতে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। এবং এ সিদ্ধান্তকে সাহসী হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

১১তম ও বিদায়ী বোর্ড সভায় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন বিসিবির পরিচালকরা। টি-২০ বিশ্বকাপের আগেই নির্বাচন শেষ করতে চায় বিসিবি। সংবাদ সম্মেলনে পাপন জানিয়েছেন, মাহমুদউল্লাহর টেস্ট অবসরে অকল্পনীয় ছিল। লাল বলের চুক্তিতে রাখা হয়নি তাকে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি হবে ডিসেম্বর পর্যন্ত। যা অচিরেই ঘোষণা করা হবে।

No description available.

বিশ্বকাপে তামিমের না খেলার প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘ও (তামিম) যে কথাগুলো বলেছে- খুব ভাল কথা বলেছে। ও মনে করেছে যে সে খেললে অনেকের প্রতি অন্যায় হতে পারে। এটা একটা কারণ। আর সরাসরি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা, এটা খুব কঠিন। সে নিজের সিদ্ধান্ত নিয়েছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা তামিম আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে এবং সামনের বিশ্বকাপে খেলবে। আর এটা খুবই সাহসী সিদ্ধান্ত। সবাই চায় বিশ্বকাপ খেলতে কিন্তু তামিম সাহসী সিদ্ধান্ত নিয়েছে।’

জিম্বাবুয়ের অবসরের সব কার্যক্রম সম্পন্ন করলেও টেস্ট থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেননি মাহমুদউল্লাহ। এ সম্পর্কে পাপন বলেছেন, ‘সে (মাহমুদউল্লাহ) যখন ঘোষণাটা দিল, এটা একেবারে অপ্রত্যাশিত ছিল। রিয়াদেরটা অপ্রত্যাশিত ছিল। এভাবে উচিত নয়। এভাবে আকস্মিক কোনো প্লেয়ার ঘোষণা দিতে পারে না।’

ইত্তেফাক/এসআই

LEAVE A REPLY