ফুটবলে ঘর গুছিয়ে রেখেছে মোহামেডান

প্রিমিয়ার ফুটবল লিগের খেলা এখনো তিন ম্যাচ বাকি আছে। আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও মোহামেডানসহ প্রায় সব ক্লাবের খেলাই শেষ। খেলোয়াড়রা বাড়ি যাওয়ার আগেই মোহামেডান ঘর গুছিয়ে ফেলছে। নতুন কমিটি দায়িত্ব নিয়ে জানিয়েছিল ফুটবলে আরও শক্তিশালী দল গঠন করবে। কিন্তু এবার মোহামেডান তাদের আগের খেলোয়াড়দের রেখে সঙ্গে কিছু ভালো মানের খেলোয়াড় আনার চেষ্টা করবে।

দেশি ফুটবলারদের মধ্যে গতবারের ১৩ জন রাখা হয়েছে। বিদেশি চার জনের মধ্যে একজনকে রাখা হয়েছে। স্ট্রাইকার মালির সুলায়মান দিয়াবাতে থাকবেন তার সঙ্গে আলোচনা চূড়ান্ত করে আগাম পারিশ্রমিকও তুলে দিয়েছে ক্লাব।

বর্তমান ইংলিশ কোচ শেনলেন থাকছেন। এই কোচ মোহামেডানের ভঙ্গুর অবস্থা থেকে একটা ভালো স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আর তাতে ফলও মিলেছে। আগের মৌসুমে মোহামেডান নিচের দিকে যাচ্ছিল। এবার সেই কোচের কাছে তালিম নিয়ে এই মুহূর্তে ৬ নম্বরে আছে তারা।

দুর্বল দল হলেও এই মোহামেডানকে দুই রাউন্ডে একবারও হারাতে পারেনি শক্তিশালী আবাহনী। প্রথম রাউন্ডে ১-১, দ্বিতীয় রাউন্ডে ২-২ গোলে ড্র হয়। এই কোচ তরুণ ফুটবলারদের গড়ে তুলতে পারেন বলে জানিয়েছেন দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স। তিনি বলেন, ‘শেনলেন পরীক্ষাকৃত কোচ। তার সবচেয়ে ভালো দিক হচ্ছে মোহামেডানের ফুটবলারদের প্রেসিং ফুটবলে অভ্যস্ত করেছেন। এখন যারা মোহামেডানে খেলছেন তারাও প্রেসিং ফুটবলে আগ্রহী। কর্মকর্তারা মনে করছেন প্রেসিং ফুটবলের কারণেই তারা রেজাল্ট পাচ্ছেন। এদের নিয়েই মোহামেডান নতুন মৌসুম শুরু করবে।’

এই কর্মকর্তা জানান, ক্লাবের বোর্ড চায় বিদেশ থেকে উন্নত মানের চার ফুটবলার আনবে। চড়া বেতনেই আনা হবে বিদেশি খেলোয়াড়। ইউরোপসহ বিভিন্ন দেশে যোগাযোগ চলছে। মোহামেডান যেসব ফুটবলার রাখবে না তাদের বিদায় করে দিয়েছে। আর যারা থাকবেন তাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে চূড়ান্ত আলোচনা করে আগাম অর্থ তুলে দিয়েছে।

মাসুদ রানা মৃধা, আতিকুজ্জামান, গোলকিপার সুজন, গোলকিপার আহসান হাবিব বিপু, ফরহাত মনা, আমির হাকিম বাপ্পী, শাহেদ মিয়া, জাফর ইকবাল, রাকিব খান ইভান, আমিনুর রহমান সজিব, সাদেকুজ্জামান ফাহিম, গোলকিপার সাকিব আল হাসানকে নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রিন্স।

এছাড়াও কিরগিজস্তানে খেলতে যাওয়া জাতীয় দলের দুই ফুটবলারকে নেওয়ার টার্গেট আছে মোহামেডানের। প্রিমিয়ার ফুটবলে মোহামেডান এবার ২৪ খেলায় জয় পেয়েছে ১২টি, ড্র আছে ৭টি, ৫ হার। মোহামেডান যাদের হারিয়েছে: প্রথম রাউন্ডে মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ, ব্রাদার্স, বারিধারা, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং, আরামবাগ এবং দ্বিতীয় রাউন্ডে, মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ, ব্রাদার্স, পুলিশ ও আরামবাগ। মোহামেডানের ৭ ড্র: চট্ট্রগাম আবাহনী, পুলিশ, আবাহনী। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম আবাহনী, বারিধারা, আবাহনী, শেখ রাসেল। দুই রাউন্ডে শেখ জামাল, বসুন্ধরা কিংস এবং একবার সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছে।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY