১৫ অগস্ট কাবুলের পতনের পর আফগানিস্তানে ক্রিকেট খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দেয়৷ কিন্তু এখন জানা যাচ্ছে যে নির্ধারিত সময় মেনেই অনুষ্ঠিত হবে ম্যাচ। যদিও মহিলা ক্রিকেট নিয়ে আশঙ্কার মেঘ কাটছে না।

ক্রীড়া সূচি অনুযায়ী, একাধিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করার কথা আফগান ক্রিকেট দলের৷ সেগুলিও অনিশ্চিত হয়ে পড়ে৷ এই পরিস্থিতিতে স্বস্তির খবর এল আফগান ক্রিকেট টিমের কাছে৷ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি মেনে সব ম্যাচ হবে৷ আফগান দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে৷
তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমাদ্দুল্লা ওয়াশিক জানান, আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ সূচি অনুযায়ীই চলবে। ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি জানান, তালেবানরা ক্রিকেট খেলা পছন্দ করে। তাই দেশের ক্রিকেটে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।
ইতিমধ্যে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের সদস্যা রোয়া শামিম আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি ও তার বোন কোনওক্রমে আফগানিস্তান থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন। যদিও এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই বলেই জানিয়েছে আইসিসি।
ইত্তেফাক/এফএস