একমাসের মধ্যে খাদ্যসংকট শুরু হতে পারে আফগানিস্তানে: জাতিসংঘ

আফগানিস্তানে একমাসের মধ্যে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে বলা হয়, এতে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন ভূগবে। এসব উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত কঠিন। দেশটির অর্ধেকেরও বেশি শিশু ইতিমধ্যেই পর্যাপ্ত খাদ্য পেতে সংগ্রাম করছে।

অলকবারভ বলেন, আফগানিস্তানে সরকারি সেবাগুলো কাজ করতে পারছে না এবং সরকারি কর্মচারীরা তাদের বেতন পাচ্ছে না। এদিকে বেশিরভাগ আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে গেছে।

তালেবান এখনো নতুন সরকার গঠন করতে পারেনি এবং তাদের আন্তর্জাতিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। ফলে বিদেশী সাহায্য আসা এখনো শুরু হয়নি।

ইত্তেফাক/এসএ

LEAVE A REPLY