বিশ্বকাপের আগে দুবাই গিয়ে ৩ টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। রাউন্ড ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড।

বিশ্বকাপের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ওমানে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩ অক্টোবর রওনা হবেন ক্রিকেটাররা। ৪ তারিখ সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন করবেন সাকিব-মাহমুদউল্লাহরা। কোয়ারেন্টাইন শেষেই মূল লড়াইয়ের আগে ওমানে ট্রেনিং করলেও দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুবাই গিয়ে।

যেখানে একটি প্রতিপক্ষ শ্রীলঙ্কা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। আরেক প্রতিপক্ষ নিয়ে চলছে আলোচনা। এই দুইটি ম্যাচ আইসিসি স্বীকৃত হলেও এর বাইরে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বিসিবি। সে ক্ষেত্রে ওমান ‘এ’ দলের বিপক্ষে হতে পারে অনানুষ্ঠানিক ম্যাচটি।

LEAVE A REPLY