টেস্ট খেলতে চাইছেন না মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান।

করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হওয়ায় টেস্ট ক্রিকেট খেলতে চাইছেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

বুধবার খেলোয়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তিন ফরম্যাটের জন্য ক্রিকেটারদের সঙ্গে আলাদা আলাদা চুক্তি হয়েছে। তিন ফরম্যাটের চুক্তিতে মোট পাঁচজন খেলোয়াড়কে রাখা হয়েছে। অন্য দুই ফরম্যাটের চুক্তিতে থাকলেও টেস্টে নেই মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বললেন, করোনা ভাইরাসের কারণে টেস্টে অনাগ্রহ তৈরি হয়েছে এই বাঁহাতি পেসারের। টানা কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে হাঁপিয়ে উঠছেন তিনি। এজন্য পাঁচদিনের ম্যাচ খেলতে চাইছেন না।

LEAVE A REPLY