নিউজিল্যান্ড দল
বাংলাদেশে আসার ৪৮ ঘণ্টা পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফিন অ্যালেন। করোনা পজিটিভ হওয়ায় এ ওপেনারকে প্রথম ম্যাচে পায়নি নিউজিল্যান্ড। তবে টানা আইসোলেশনে থেকে করোনামুক্ত হয়েছেন ফিন অ্যালেন। সফরকারী দলের মিডিয়া বিভাগ গতকাল জানিয়েছে, পরপর দুটি টেস্টে করোনা নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
ফিন অ্যালেনকে ফিরে পেয়ে খুশি নিউজিল্যান্ড শিবির। আজ থেকেই ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি। প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চায় ব্ল্যাক ক্যাপসরা। ভুল থেকে শেখার চেষ্টায় আছে সফরকারীরা। মিরপুর স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

কিউইদের কোচ গ্লেন পকন্যাল গতকাল বলেছেন, ‘দুইবার নেগেটিভ হয়ে সে (ফিন অ্যালেন) ফিরে এসেছে। এটা আমাদের জন্য দারুণ কিছু।’ গত মার্চে বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হয়েছিল ফিন অ্যালেনের। টি-২০ তে দ্রুত রান তুলতে পারেন তিনি। তিন ম্যাচে তার স্ট্রাইক রেট ২২০.০০। তাই ২২ বছর বয়সী এ ওপেনারের অন্তর্ভুক্তিতে টপঅর্ডারে বারুদে ঠাসা ব্যাটিংই আশা করছেন পকন্যাল। প্রথম ম্যাচে ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ থেকে শিখে দ্রুতই মিরপুরের কন্ডিশনে মানিয়ে নিতে চায় দলটি। গতকাল বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের শেখার মতো অনেক কিছু ছিল। আমরা দ্রুত শিখতে চাই এবং পরের ম্যাচে মানিয়ে নিতে চাই।’
গত বুধবার ৭ উইকেটে হারের পর গতকাল অনুশীলনই করেনি নিউজিল্যান্ড দল। বিশ্রামে ছিল পুরো দল। প্রথম ম্যাচে কন্ডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছে কিউইরা। তার আলোকেই পরিকল্পনা করছে তারা। প্যাটেল বলেছেন, ‘বুধবার যে অভিজ্ঞতা হয়েছে তাতে পরিষ্কার ধারণা পাওয়া গেছে, সামনে আমাদের পরিকল্পনা কী হতে যাচ্ছে। আমরা এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
মিরপুরে মানিয়ে নিতে বাংলাদেশের সাবেক স্পিন কোচ ও স্বদেশি ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছেন প্যাটেল। টাইগারদের বর্তমান স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও আলাপ করেছেন ৩২ বছর বয়সী এ স্পিনার।
তিনি বলেছেন, ‘আমার কিছুটা আলাপ হয়েছে রঙ্গনার (হেরাথ) সঙ্গে। আজকে (গতকাল) আমি ড্যানের (ভেট্টোরি) সঙ্গেও কথা বলেছি। বাংলাদেশে তার অভিজ্ঞতা জানতে চেয়েছি।’
ইত্তেফাক/এমআর