নিউজিল্যান্ডে আবারো সন্ত্রাসী হামলা। হামলাকারী পুলিশ এর গুলিতে নিহত।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের নিউলিয়ান সুপারমার্কেটে টেরোরিস্ট হামলার পর নিউজিল্যান্ড পুলিশ ওই সুপারমার্কেট এলাকা পাহারা দিচ্ছে।

ইকবাল ইউসুফ টুটুল : ৩ সেপ্টেম্বর , শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের নিউলিয়ান সুপারমার্কেটে টেরোরিস্ট হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালিয়ে ছয়জনকে আহত করেছে। পরে নিউজিল্যান্ড পুলিশের গুলিতে ওই সন্ত্রাসী নিহত হয়। হামলার এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

হামলাকারী ওই ব্যক্তি পুলিশের ওপরও হামলা চালায়। এর কিছুক্ষনের মধ্যে পুলিশের গুলিতে সে নিহত হয়। পুলিশ জানিয়েছে হামলাকারী জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিল। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ হামলার ঘটনার নিন্দা জানান।

হামলায় , আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপারমার্কেটটি বন্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY