ভারতে একমাসেই কাজ হারিয়েছে ১৫ লাখ মানুষ

ভারতে ১৫ লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন গেল আগস্ট মাসে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, জুলাইয়ে কর্মরত লোকের সংখ্যা ৩৯৯.৩৮ মিলিয়ন থেকে আগস্টে ৩৯৭.৭৮ মিলিয়নে পৌঁছেছে। এতে শুধুমাত্র ওই একমাসে প্রায় ১৩ লাখ মানুষ গ্রামীণ ভারতে চাকরি হারিয়েছেন। একই সঙ্গে শহুরে আগস্ট মাসে কর্মসংস্থানের হার হ্রাস পেয়েছে।

‘সিএমআইই’তথ্যে প্রকাশ, বিপুল সংখ্যক ভারতীয় চাকরির বাজারে প্রবেশের জন্য প্রস্তুত। প্রতিবেদনে দেখানো হয়েছে, জুলাই মাসে যেখানে প্রায় ৩০ মিলিয়ন মানুষ কাজের সন্ধানে ছিলেন, সেখানে আগস্ট মাসে ৩৬ মিলিয়ন মানুষ সক্রিয়ভাবে কাজ খুঁজছিলেন।প্রতিবেদনে প্রকাশ, মোট শ্রমশক্তির আকারও বেড়েছে। এমন পরিস্থিতিতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অনেক সংস্থা বন্ধ ছিল। এই সংস্থাগুলো বন্ধ হওয়ার ফলে চাকরির বাজার সংকুচিত হয়ে পড়ে এবং লোকেদের চাকরি পাওয়া কঠিন হতে শুরু করে। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY