বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতে বর্তমানে তার নুতন সিনেমা ‘থালাইভি’র প্রমোশন নিয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ১০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। তবে এরইমাঝে সিনেমাটি ঘিরে বিড়ম্বনার শিকার হলেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে ‘থালাইভি’র ট্রেলারের লিঙ্ক শেয়ার করতে গিয়ে বাঁধে বিপত্তি!
এ নিয়ে কঙ্গনা একটি পোস্টে লেখেন, ‘থালাইভি সিনেমার প্রমোশনের জন্য আমার নামে ইনস্টাগ্রামে পোস্টের আবেদন করি। কিন্তু দেখা যায় আমার ইনস্টাগ্রামের এডিট সেকশন বন্ধ করা রয়েছে এবং ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করতে বলা হয়। আমি এখন সিনেমাটির ট্রেলার আপলোড করতে পারছি না। এটা নিঃসন্দেহে অপেশাদার আচরণ। যা ইনস্টাগ্রামের কাছ থেকে কখনো প্রত্যাশা করি না।’

এছাড়া ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরো লেখেন, ‘প্রিয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ, আমার সিনেমার ট্রেলারটি আপলোড করা খুব দরকার। আপনারা জানেন আমার প্রোফাইলটি ভেরিফাইড! এখান থেকে আমি আয়ও করে থাকি। তাই আমার প্রোফাইলে নিজের নামে যেকোনো কিছু আপলোড করা জন্য আপনাদের অনুমতি প্রয়োজন। কিন্তু আপনাদের ভারতীয় টিম আমাকে জানায়, আপনাদের আন্তর্জাতিক কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিতে হবে। এটা খুবই লজ্জাজনক। আপনাদের এই শাখার দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণ বদলানো খুবই জরুরি।’
উল্লেখ্য, সিনেমাটির পোস্টারে কঙ্গনা ‘থালাইভি’র মুক্তির তারিখ ঘোষণা করেছেন। আগেই মুক্তির কথা থাকলেও করোনার জন্য দেরিতে মুক্তি দিচ্ছেন তিনি। কারণ তিনি ওটিটির চেয়ে সিনেমা হলকেই উপযুক্ত মনে করেন সিনেমাটির জন্য।