ইকবাল ইউসুফ টুটুল : সম্প্রতি অস্ট্রেলিয়াতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্না ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ঔষধ নিয়ন্ত্রক সংস্থা শনিবার ঘোষণা করেছে যে তারা ১২ বছর বা তার বেশি বয়সের লোকদের জন্য মডার্নার স্পাইকভ্যাক্স ভ্যাকসিন প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এতে করে এখানকার কোভিড-১৯ ভ্যাকসিনেশন অভিযান আরও জোরদার হবে বলে আশাকরা যাচ্ছে । কারণ এখনো পর্যন্ত অস্ট্রেলিয়াতে শুধু ১৮ বছর বা তার বেশি বয়সীদেরকেই ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই মডার্নার ভ্যাকসিনটি যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং সুইজারল্যান্ডে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।
একইদিনে প্রধানমন্ত্রী স্কট মরিসন আরো ঘোষণা করেছেন যে অস্ট্রেলিয়া নতুনকরে ফাইজার ভ্যাকসিনের চার মিলিয়ন ডোজ সরবরাহের জন্য যুক্তরাজ্যের সাথে চুক্তি সম্পন্ন করেছে।
এদিকে অস্ট্রেলিয়াতে ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। এনএসডব্লিউ, ভিক্টোরিয়া জুড়ে শনিবার এযাবৎ কালের সর্বোচ্চ ১৬৫০ জন নতুন করে কোভিড এ আক্রান্ত হয়েছে এবং ভিক্টোরিয়ায় ও এনএসডব্লিউতে বারো জন মারা গেছে।