সিনেমা নির্মাণ অনেক কঠিন বিষয়: দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটিতে তিনি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়া দীপিকার হাতে ‘৮৩’, ‘ফাইটার’সহ বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ক’দিন আগেই তিনি এসটিএক্স ফিল্মসের সঙ্গে যুক্ত হয়েছেন। যেখান থেকে তার ক্যারিয়ারের দ্বিতীয় হলিউড সিনেমা শুরু করার কথাও রয়েছে।

Bollywood star Deepika Padukone questioned in India drugs probe | Arts and  Culture News | Al Jazeera

তবে এত এত সিনেমার আলোচনার বাইরে শুটিংসেটে নিজের পছন্দ-অপছন্দের ব্যাখ্যা দিয়ে শিরোনামে এলেন তিনি। দীপিকা বলেন, ‘আমি শুটিং করার জন্য সবসময়ই একটি ভালো টিম খুঁজি। কারণ সিনেমা নির্মাণ অনেক কঠিন বিষয়। যদিও সবসময় মনের মতো টিমের সঙ্গে কাজ করা হয়ে ওঠে না। ভালো-খারাপ, সব টিমের সঙ্গেই কাজ করতে হয়। তাছাড়া প্রতিদিন একইভাবে কাটবে না, বিষয়টি তেমনও না। তবে আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। ভালো টিমের সঙ্গে কাজ করলে নিজের খারাপ সময়ও কাটিয়ে ওঠা সহজ হয়।’

Deepika Padukone Tests Positive For COVID-19 After Her Family; Father  Prakash Padukone Hospitalised - Culture

নিজের নতুন সিনেমা নিয়ে তিনি আরো বলেন, ‘ভিন্ন ভিন্ন গল্পের কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। এর মধ্যে পাঠান সিনেমার শুটিং এরইমধ্যে শুরু করেছি। আশা করছি শাহরুখের সঙ্গে দারুণ একটি সিনেমা ভক্তদের উপহার দিতে পারব। বরাবরের মতো এবারো আমাদের জুটি তারা ভালোবেসে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। তাছাড়া ক্যারিয়ারের আরো একটি সাফল্য যোগ হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলতে পারি।’

LEAVE A REPLY