বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে বুধবার

বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়ের সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আর এখন নিউজিল্যান্ডের বিপক্ষেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে অনেক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে এখন আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার অপেক্ষায় সময় কাটছে। কোচ, অধিনায়ক আভাস দিয়েছিলেন দ্রুতই দল ঘোষণা হবে। তাদের আভ্যন্তরীণ আলোচনা হয়ে গেছে। নির্বাচকরাও তাতে সায় দিয়েছিলেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী গত রবিবারই বিশ্বকাপ দল ঘোষণা হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা আর ঘোষণা হয়নি।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানান, বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচের দিন দল ঘোষণার সম্ভাবনা প্রবল। বোর্ড সভাপতির অনুমোদনের অপেক্ষায় আছেন তারা। শেষ মুহূর্তের কিছু আলোচনাও বাকি রয়েছে।

এরআগে, এক অনুষ্ঠানে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, ‘আমাদের তিনজন স্পিনার আছেন, চারজন পেসার আছে। সেখানে একটা ব্যাপার হতে পারে যে দুবাইতে আমরা একজন পেসার বাড়তি নিয়ে যাব কিনা। এই ব্যাপারগুলো চূড়ান্ত করার ব্যাপার আছে। আসলে আমরা কী করবো, পেসার একজন বাড়তি নেবো কিনা, স্পিনার কয়জন থাকবে, বাড়তি কোনও ব্যাটসম্যান থাকবে কিনা, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কালকে হবে।’

চলতি নিউজিল্যান্ড সিরিজের দলে আছে ১৯ জন। এদের ভেতর থেকেই চূড়ান্ত ১৫ হবে না বাইরে থেকে কাউকে যোগ করা হবে, এই প্রশ্নে অবশ্য সোজাসুজি উত্তর সাবেক অধিনায়কের, ‘এই ১৯ জন থেকেই ১৫ জন বেছে নিতে হবে। আমার মনে হয় যে এখন যে দলটা থাকছে, আমরা কিন্তু ধারাবাহিক খেলছি এবং সবাইকে সুযোগ দিচ্ছি। এবং বিশ্বকাপের আগে খুব একটা সুযোগ নেই সেখানে নতুন কাউকে দেখার। যেহেতু দল ভালো করছে।’

ইত্তেফাক/এসআই

LEAVE A REPLY