জেমি চান, আজ ভুল যেন কম হয়

প্রথম ম্যাচ হারের পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে রিকভারি সেশনে ফুটবলাররা।

কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশ কোচ জেমি মনে করছেন তার দল ভালো খেলেছে। এই ম্যাচ হতে শিক্ষা নিয়ে আজ নতুন করে মাঠে নামার পরিকল্পনা করেছেন জেমি। আজ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক কিরগিজস্তান। আজও একই সময় খেলা শুরু হবে, রাত সাড়ে ৮টায়।

ফিলিস্তিন কঠিন দল ছিল। জেমি খেলা শেষেও বলেছেন, ফিলিস্তিনের বিপক্ষে কঠিন লড়াই হবে এটা তার কাছে প্রত্যাশিত। কিরগিজস্তানও কঠিন দল। ফিলিস্তিনের সমান। এই দলের বিপক্ষে নেহেরু কাপ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেও জয় পায়নি। বরাবরই হারের গ্লানি নিতে হয়েছিল। এবারও জয়ের কথা সরাসরি বলতে পারেনি জেমির দল।

ফিলিস্তিনের বিপক্ষে নতুন পদ্ধতিতে খেলবে বাংলাদেশ

২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। পুরোনো স্মৃতির কথা মাথায় আনতে চায় না ফুটবলাররা। তা ছাড়া এখনকার খেলোয়াড়রা সেই ম্যাচও খেলেননি। শক্তির বিচারে কিরগিজস্তান অনেক এগিয়ে সেটা মেনে নিয়েই আজ জামাল ভুঁইয়ারা মাঠে নামতে চান। ফিলিস্তিনের বিপক্ষে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদের। তাকে বদলি মাঠে নামিয়েছিলেন কোচ।

আবার একাদশে এসেছেন গোলকিপার সোহেল। অনেক দিন একাদশের বাইরে ছিলেন। আনিসুর রহমান জিকো নিয়মিত হয়ে গিয়েছিলেন গোলপোস্টে। ফিলিস্তিনের বিপক্ষে গোল হজম করেছে সোহেল। তবে অনেক দিন পর মাঠে নামলে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে সেটি চোখে পড়েছে কোচিং স্টাফের।

No description available.

আগের রাতে ম্যাচ খেলে গতকাল দুপুরে অনুশীলনে নেমেছিলেন ফুটবলাররা। কিরগিজস্তানের বিশকেক শহরে কিরগিজ রিপাবলিক স্পোর্টস সিটি ফিল্ডে অনুশীলনে নামে। ভরদুপুরে মূলত রিকভারি সেশন হয়েছে সেখানে। যারা ম্যাচ খেলেছেন তাদের জন্য পৃথক সেশন আর যারা খেলেননি তারা একটু বেশি ঘাম ঝরিয়েছেন কোচ। জেমি জানিয়েছেন, এটি একটিভ রিকভারি সেশন।

ফিলিস্তিন ফুটবল দল বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতির কথা জানিয়েছেন আগের রাতে ম্যাচ শেষে। রিকভারি সেশনে নেমে জেমি ফিলিস্তিন ম্যাচের ভুলগুলো নিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছেন। কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন খেলোয়াড়দের সঙ্গে। হেরে যাওয়ায় দুঃখ নেই জেমির। তবে আগামী অক্টোবরে মালদ্বীপে সাফে বাংলাদেশ খেলবে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে। সাফের আগে কঠিন দলগুলোর বিপক্ষে লড়াই করলে পারফরম্যান্সে ধার বাড়বে। সেই টনিক নিতেই কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে যাওয়া।

LEAVE A REPLY