‘আসছে মা দুর্গা’ গানের একটি দৃশ্য।
জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। তার ঝুলিতে রয়েছে অনেক দর্শকপ্রিয় গান। আসছে দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এই শিল্পী। ‘আসছে মা দুর্গা’ শিরোনামে এই গানের মডেল হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা সুমিত সেনগুপ্ত। প্রথমবার একসঙ্গে হলেন এই তিন তারকা।
‘আসছে মা দুর্গা’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার লিংকন। সোমবার নারায়ণগঞ্জের মনোরম লোকেশনে শুটিং শেষ হয়েছে গানটি ভিডিওর। গানের ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন পরিচালক অনন্য মামুন।

গানটি সম্পর্কে ইত্তেফাক অনলাইনকে সুমিত সেনগুপ্ত জানান, কলকাতা বাংলায় পূজার সময় যে গানগুলো হয় সেই আঙ্গিকেই এই গানটি করা হয়েছে। স্পর্শিয়ার সঙ্গে আমার এটি দ্বিতীয় কাজ। অনেক ভালো একটা কাজ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।
বাঁধন সরকার পূজা ইত্তেফাক অনলাইনকে জানান, ‘বিশাল আয়োজনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। ভালোলাগা থেকেই বাড়তি যত্ন নিয়েছি। সব মিলিয়ে দারুণ কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি। আসছে দুর্গা পূজাতে ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।’