রোনালদোকে ছাড়াই পর্তুগালের সহজ জয়

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে আজারবাইজানের বিপক্ষে মঙ্গলবার ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে পর্তুগাল।

গত সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে দ্বিতীয় গোল করে তা উদযাপনের খেসারত হিসেবে হলুদ কার্ড দেখতে হয়েছিলেন রোনালদোকে। যে কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হয় পর্তুগীজ এই সুপারস্টারকে। কিন্তু তার অনুপস্থিতি কোনভাবেই অনুভূত হতে দেননি বার্নান্ডো সিলভা, আন্দ্রে সিলভা, দিয়োগো জোতারা।

রোনালদোকে ছাড়াই পর্তুগালের সহজ জয়

বাকুর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরো ম্যাচে ২৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ডিপ ক্রসে দারুণ এক ভলিতে পর্তুগালকে এগিয়ে দেন বার্নান্ডো সিলভা। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সিলভা। এবারও এই গোলের মূল কারিগর ছিলেন ফার্নান্দেস। তার ক্রসে জোতার এসিস্টে পোস্টে খুব কাছে থেকে বল জালে জড়ান আন্দ্রে সিলভা। এরপর ম্যাচ শেষের ১৫ মিনিট আগে হুয়াও ক্যান্সেলোর সেন্টার থেকে জোতা পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন।

এই জয়ে ফার্নান্দো সান্তোসের দল পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের শীর্ষে অবস্থান করছে। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সার্বিয়া।

ইত্তেফাক/এমআর

LEAVE A REPLY