নাসুমের ঘূর্ণিতে কাঁপছে নিউজিল্যান্ড

নাসুম আহমেদ।

নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে কাঁপছে নিউজিল্যান্ড। চার ওভারে মাত্র ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে সাজঘরে ফিরিয়েছেন নাসুম আহমেদ। এই ওভারে মেডেন নিয়েছেন নাসুম।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে সাকিব আল হাসান দেন ১০ রান। ফিন এলেন হাঁটু গেড়ে রিভার্স সুইপ করে অবিশ্বাস্য এক ছক্কা হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডারকে। দাপটের সঙ্গে ব্যাট করতে থাকা ফিন অ্যালানকে নাসুম তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়তে বাধ্য করেন।

রবীন্দ্র আউট হলেও দাপট দেখাতে থাকেন আরেক ওপেনার ফিন এলান। তবে তার এই দাপট খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি নাসুম আহমেদ। ফিনও রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন। কিন্তু এবার টাইমিং মেলাতে না পেরে মারমুখী কিউই ওপেনার ৮ বলে ১২ রান করে সাইফউদ্দিনের সহজ ক্যাচে পরিণত হন।

নাসুমের ঘূর্ণিতে কাঁপছে নিউজিল্যান্ড

১৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলকে খেলায় ফেরান অধিনায়ক টম ল্যাথাম ও উইলি ইয়াং। ভঙ্গকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদি হাসান। ইনিংসের ১১তম ওভারে অধিনায়ককে থামিয়ে দেন মেহেদী হাসান। মেহেদীর ব্যক্তিগত তৃতীয় ওভারে তৃতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ২৬ বলে এক চারে ২১ রান করে মাঠ ছাড়েন ল্যাথাম। ১২তম ওভারে বোলিং এসে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলাসকে বোল্ড করেন নাসুম আহমেদ।

আজ জিতলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আজ চতুর্থ ম্যাচে জয় পায় তাহলে সিরিজে সমতায় ফিরবে। তখন শেষ ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল। সিরিজের প্রথম দুই খেলায় টানা জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি হেরে যায় তৃতীয় ম্যাচে।

এরআগে, নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারিরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন না আনলেও নিউজিল্যান্ড দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে। দলে এসেছেন ব্লায়ের টিকনের ও হাশিম ব্যানেট।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড মরিয়া সমতা ফেরাতে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।

ইত্তেফাক/এসআই

LEAVE A REPLY