নতুন তালেবান সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কারণ তালেবানের এই সরকারের পদস্থ ব্যক্তিরা বিভিন্ন সময় মার্কিন বাহিনীর ওপর হামলায় জড়িত ছিল। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা তালেবান সরকারে কিছু ব্যক্তির অন্তর্ভুক্তি এবং তাদের অতীত ইতিহাস নিয়ে উদ্বিগ্ন। এই গোষ্ঠীকে কথা নয়, কাজ দিয়ে বিচার করা হবে। আফগান মাটি অন্য কোনো দেশকে হুমকি দিতে ব্যবহার করা হবে না- তা নিশ্চিত করতে হবে।

তালেবান সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিরাজউদ্দিন হাক্কানি যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অবস্থান করছেন। যার মাথার দাম ৫০ লাখ ডলার (সাড়ে ৪২ কোটি টাকার বেশি) ধরা আছে সেখানে। ২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ছয়জন মার্কিনিকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। এছাড়া ওই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে।

ইত্তেফাক/এসএ

LEAVE A REPLY