তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে চীন

আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। বুধবার (৮ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং। এক প্রতিবেদনে এসব উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বেইজিংয়ে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ওয়েনবিং। চীন তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা- এমন প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।

তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে চীন।’ তবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ওয়েনবিং।

এর আগে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অ্যাক্টিং সরকারের সদস্যদের নাম ঘোষণা দিয়ে বলেন, এর নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাসান এবং সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার হবেন উপ-আফগান নেতা।

ইত্তেফাক/এসএ

LEAVE A REPLY