মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ১৭ রোগী মারা গেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।
হাসপাতালটির পরিচালনাকারী মেক্সিকান ইন্সটিটিউট অব সোশ্যাল সিকিউরিটির মহাপরিচালক জো রবলেদো বলেছেন, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি প্লাবিত হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।
দেশটির সরকারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ভারি বর্ষণের কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় হিডালগো রাজ্যের তুলা শহরের ওই হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট এন্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওবারদার টুইটারে বলেছেন, ‘হাসপাতালের ১৭ রোগীর মৃত্যুর খবরে আমি মর্মাহত হয়েছি।’
হাসপাতালের অন্য ৫৬ রোগীকে আরেকটি হাসপাতালে নেয়া হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে কোভিড- ১৯ রোগীও ছিল, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার ছিল।
ইত্তেফাক/এএইচপি