যে কারণে ‘গুনিন’ ছবি থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্র। ‘গুনিন’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এতে অভিনয় করার কথা ছিলো ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার। সম্প্রতি তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন হয়। তবে ছবিটি থেকে সরে দাঁড়ালেন এই নায়িকা।

আজ বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত নিজেই। কেনো সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন সেটার কারণও স্পষ্ট করেছেন ফারিয়া।

ফারিয়া জানান, এটা খুবই দুঃখজনক যে ‘গুনিন’ সিনেমাটি আমি করছি না। সেলিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মিউচুয়ালি আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। সিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয় বলেও উল্লেখ করেন ফারিয়া।

যে কারণে ‘গুনিন’ ছবি থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে ফারিয়া ছাড়াও এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ।

LEAVE A REPLY