আগামী মাসেই শিথিল হচ্ছে সিডনির লকডাউন।

অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ নিউ সাউথ ওয়েলস ও তার রাজধানী সিডনিতে আগামী মাস থেকে লকডাউন শিথিল করা হচ্ছ। বৃহস্পতিবার রাজ্য সরকার এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘন বসতি পূর্ণ শহরের নাম সিডনি। দেশটির প্রায় আড়াই কোটি জনগণের এক পঞ্চমাংশের বসতি এই শহরে।
বৃহস্পতিবার রাজ্য সরকার এর বিবৃতিতে বলা হয়েছে , আগামী মাসের প্রথম সপ্তাহের নিউ সাউথ ওয়েলস এর প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৭০ ভাগ টিকার ডোজ সমূর্ণ হবে। আর এই লক্ষ মাত্রায় পৌসলেই শিথিল করা হবে নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে থাকা গত তিন মাস ধরে থাকা কঠোর লোকডাউন।

LEAVE A REPLY