ছেলের বাবার পরিচয় নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরাত

নুসরাত জাহান।

গত ২৬ অগাস্ট মা হয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ছেলের জন্মের পরের দিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। জানিয়েছিলেন সদ্যোজাতর নাম ‘ঈশান’ রেখেছেন তিনি। সন্তানের নাম অকপটে জানিয়ে দিলেও তার জনকের নাম কিন্তু আড়ালেই রেখেছেন।

মা হওয়ার ১২ দিন পর এই প্রথম জনসমক্ষে এসছেন তিনি। বুধবার দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হন নুসরাত।

খানিক হেসে উত্তরে বলেন, ‘সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভালো সময় কাটাচ্ছি।’

ছেলের বাবার পরিচয় নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরাত

এবারও সন্তানের বাবার নাম জানালেন না নুসরাত। কিন্তু অভিভাবকত্বের প্রসঙ্গ আসতেই বিশেষ বন্ধু যশের নাম তুললেন তিনি। তা হলে কি আকারে ইঙ্গিতে এভাবেই সন্তানের বাবার পরিচয় দিলেন নুসরাত? প্রশ্ন উঠেছে নানা মহলে।

ইত্তেফাক/বিএএফ

LEAVE A REPLY