বলিউডে তৈরি হচ্ছে সৌরভের বায়োপিক

দ্রুতই বড় পর্দায় ফুটে উঠবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের গল্প। বলিউডে এখন বায়োপিক একপ্রকার ট্রেন্ড, বাস্তবের হিরোদের কাহিনী পর্দায় দেখতে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ চলছে। টুইট করে বায়োপিকের খবর নিশ্চিত করলেন সৌরভ নিজেই।

সৌরভ টুইটারে লিখলেন, “ক্রিকেট আমার জীবন, এখান থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছি। মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছি। এই যাত্রাটা আনন্দ করার। লাভ ফিল্মস আমার জীবনযাত্রা নিয়ে বায়োপিক তৈরি করছে। বড় পর্দায় আমার আমার ক্রিকেট ব্যাট-বলের গল্প ফুটে উঠবে। আমি রোমাঞ্চিত।”

Sourav Ganguly becomes the brand Ambassador for Piramal's antacid Polycrol

সৌরভ এদিন নিজে টুইট করে বলেছেন যে, তার বায়োপিক শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। যদিও বায়োপিকের মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি। ছবিটি লাভ ফিল্মস প্রযোজনা করবে। লাভ রঞ্জন পরিচালনা করবেন বলেও জানা গিয়েছে।

সৌরভকে সিনেমার পর্দা কে ফুটিয়ে তুলবেন? সৌরভ নিজে রণবীরের নাম বলেছেন। তবে আরও দুজন রয়েছে তালিকায়।

সৌরভের বাস্তব জীবনের গল্প পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। গত মঙ্গলবার সেই সংস্থার সঙ্গে বায়োপিকের চুক্তি সই করেছেন প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি।

ইত্তেফাক/এফএস

LEAVE A REPLY