নেপালের মুক্ত আকাশে বাংলার নারী ফুটবলাররা

নারী এশিয়া কাপের বাছাইয়ের জন্য আজ নেপালের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

নারী ফুটবল দল নেপালে, মুক্ত আকাশে। আড়াই বছর ঘরবন্দি থাকার পর আবার আন্তর্জাতিক ফুটবলে লড়াই করার জন্য ঘর থেকে বেরিয়েছেন সাবিনা খাতুনরা। উজবেকিস্তানে নারী এশিয়া কাপের বাছাই। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে। ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে খেলা। এই দুই ম্যাচ বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য কঠিন লড়াই। উতরে যাওয়া কঠিন। নারী ফুটবল দলটি গুরুত্বপুর্ণ দুটি ম্যাচে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে এখন নেপালে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নেপালের নারী দলের বিপক্ষে। আগামী ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ।

গতকাল বুধবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘অনেক বছর ধরে মেয়েরা একসঙ্গে খেলে আসছে। তারা বয়সভিত্তিক দলেও একসঙ্গে খেলেছে। তাই এখন প্রত্যেকের মধ্যে খুব ভালো সম্পর্ক এবং বোঝার ক্ষমতা রয়েছে। আমি আশা করি, যদি মেয়েরা দলবদ্ধভাবে তাদের সেরাটা দিতে পারে তাহলে অবশ্যই আমরা আজ ম্যাচে ভালো একটা ফলাফল পাবো।’

No description available.

২০১৯ সালে শেষবার নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে গিয়েছিল। এরপর আর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামেনি। আড়াই বছর পর আবার সেই নেপালেই ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। নেপালের মুক্ত আকাশে বাংলার নারী ফুটবলাররা প্রস্তুত হচ্ছেন।

দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা গত কয়েক মাস যাবত কঠোর পরিশ্রম করে আসছি। সেই পরিশ্রমের ফলাফল আমরা নেপালের ম্যাচ দিয়ে ভালো কিছু দেশকে উপহার দিতে চাই। পরবর্তী সময়ে উজবেকিস্তানে এটা আমাদের কাজে আসবে।’

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY