জেল পালান ৬ ফিলিস্তিনিকে খুঁজে বের করতে যা করল ইসরায়েল

ইসরায়েলি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দীর পালিয়ে যাওয়ায় ঘটনায় হতভম্ব ইহুদিবাদী নেতারা। তাদের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনিকে খুঁজে বের করতে না পেরে এবার তাদের আত্মীয়কে তুলে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আরব নিউজের।

গতকাল বুধবার তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যমটি জানিয়েছে। তবে, বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এর আগে, সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের গিলোবা কারাগার থেকে পালিয়ে যায় ৬ ফিলিস্তিনি। নিজেদের সেল থেকে কয়েক মাস ধরে সুড়ঙ্গ খুঁড়ে তারা পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।বন্দীদের পালাতে দেখে এক কৃষক কারাগার কর্তৃপক্ষকে জানান। পালানো ছয় বন্দীর একজন আল আকসা মার্টার ব্রিগেডের সদস্য। ৫ জন ইসলামি জিহাদের সদস্য বলে দাবি করেছে বিবিসি। সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালানোর বিষয়টিকে ‘নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ।

LEAVE A REPLY