পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস হওয়ার অল্প সময় আগে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। তবে এখনও বৃষ্টির কোনো লক্ষণ নেই। দুই দলেই আছে পরিবর্তন। বাংলাদেশ দলে চার পরিবর্তন হয়েছে। সাকিব, মেহেদি, মু্স্তাফিজ, সাইফের জায়গায় এসেছেন সৌম্য, তাসকিন, শামীম, শরীফুল। অন্যদিকে গত ম্যাচে চোট পাওয়া নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল আজকের ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় খেলবেন জ্যাকব ডাফি। এছাড়া ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেটের জায়গায় এসেছেন স্কট কুগেলেইন ও বেন সিয়ার্স।
সিরিজ ইতোম্যেই নির্ধারিত হয়ে গেছে। তবে সুযোগ পেয়েও ব্যাটিং ব্যর্থতায় কিউইদের খর্বশক্তির দলকে ধবলধোলাই করা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দলের একাধিক ক্রিকেটার এর আগে বলেছেন, এই উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না। তবে ম্যাচ জিতলে পাওয়া যাবে আত্মবিশ্বাস। আজ শেষ ম্যাচ জয়ে রাঙিয়ে সেই আত্মবিশ্বাস পেতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ, নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।