জোড়া আঘাতে ব্যাটিং ঝড় থামালেন শরীফুল

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মারমুখী শুরু করেন ফিন অ্যালেন। তাসকিনের প্রথম ওভারে আসে ২ রান। পরের ওভারে নাসুমের করা প্রথম বলেই শামীম হোসেনের কল্যাণে ক্যাচ দিয়ে বেঁচে যান রাচিন রবীন্দ্র। পরের দুই বলে চার-ছক্কায় ১০ রান নেন অ্যালেন। শরীফুলের প্রথম ওভার থেকে ১৯ রান তুলে নেন এই দুই ব্যাটসম্যান। কিউদের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৫৮ রানে। শরীফুলের বলে মুশফিকুর রহিমের তালুবন্দি হন ১২ বলে ১৭ করা রাচিন রবীন্দ্র। এক বল পরেই তিনি বিস্ফোরক ফিন অ্যালেনকে বোল্ড করে দেন। ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ওভার বাউন্ডারিতে ৪১ রানে আউট হন অ্যালেন

আগেই জানা গিয়েছিল, সিরিজের পঞ্চম ম্যাচে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে একাদশে বড় পরিবর্তন আনবে বাংলাদেশ। সেই অনুযায়ী একাদশে পরিবর্তন এসেছে ৪টি। বিশ্রামে আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি এবং মোহাম্মদ সাইফউদ্দিন। দুই ওপেনার লিটন দাস আর নাঈম শেখের পাশাপাশি সুযোগ পেয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার। মুস্তাফিজুরের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। এছাড়া শামীম হোসেন আর শরীফুল ইসলামও একাদশে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ড দলে পরিবর্তন তিনটি। গত ম্যাচে চোট পাওয়া টম ব্লান্ডেল আজকের ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় খেলবেন জ্যাকব ডাফি। এছাড়া ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেটের জায়গায় এসেছেন স্কট কুগেলেইন ও বেন সিয়ার্স।

সিরিজ ইতোম্যেই নির্ধারিত হয়ে গেছে। তবে সুযোগ পেয়েও ব্যাটিং ব্যর্থতায় কিউইদের খর্বশক্তির দলকে ধবলধোলাই করা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দলের একাধিক ক্রিকেটার এর আগে বলেছেন, এই উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না। তবে ম্যাচ জিতলে পাওয়া যাবে আত্মবিশ্বাস। আজ শেষ ম্যাচ জয়ে রাঙিয়ে সেই আত্মবিশ্বাস পেতে চাইবে বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া চার ক্রিকেটারও নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। তবে মিরপুরের ব্যাটিং বধ্যভূমিতে সেটা কতটুকু সম্ভব তা বলাই বাহুল্য।

বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ, নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।

LEAVE A REPLY