এমআইফাইভ প্রধান কেন ম্যাককালাম।
গত চার বছরে ব্রিটেনকে লক্ষ্য করে ৩১টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এমআইফাইভ। এটি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। প্রতিষ্ঠানটির প্রধান কেন ম্যাককালাম নিজেই এসব জানিয়েছেন বলে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে প্রকাশ, তিনি বলেছেন, বেশিরভাগ পরিকল্পনাই করেছিল ইসলামি উগ্রবাদীরা। এর মধ্যে ছয়টি পরিকল্পনা একেবারে শেষ মুহূর্তে নস্যাৎ করা হয়েছে। সুতরাং, যুক্তরাজ্যের প্রতি সন্ত্রাসী হামলা একটি বাস্তব জিনিস।
ম্যাককালাম বলেন, সন্দেহ নেই যে আফগানিস্তানের ঘটনাগুলো সেই চরমপন্থীদের উৎসাহিত করবে। তাই সেই ধরনের ঝুঁকির প্রতি আমার সংগঠন সজাগ আছে। সন্ত্রাসী হুমকিগুলো রাতারাতি পরিবর্তিত হয় না।