যোগ্যতা থাকলে ‘গডফাদার’ লাগে না: ইয়ামি

বলিউড ও দক্ষিণী সিনেমায় সমানতালে কাজ করছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বর্তমানে ‘দাসভি’ শিরোনামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। এতে অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ভুত পুলিশ’ সিনেমাটি। সিনেমাটিতে সাইফ আলী খান, জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

নতুন সিনেমার শুটিংয়ের ফাঁকে ‘ভুত পুলিশ’-এর প্রচারণার কাজেও নিয়মিত দেখা যাচ্ছে ইয়ামিকে। অনেকেই মনে করছেন ইয়ামির ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে সিনেমাটি মুক্তির পর। তবে ইয়ামি এ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘বালা সিনেমাটিকে আমার বলিউড ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করি। সিনেমাটিতে নিজেকে প্রমাণ করতে আমার কো-স্টার আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার এবং নির্মাতা অমর কৌশিকের ভূমিকা ছিল তুলনাহীন। আশা করছি, এই সিনেমাটিও দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

yami gautam Wardrobe Malfunction

নিজের এমন সাফল্যের নেপথ্যে কারো হাত রয়েছে কি-না—এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, শুধু বলিউড নয়, সব ইন্ডাস্ট্রিতেই হয়তো কিছু গডফাদার রয়েছে। তাদের হাত ধরে অনেকেই উঠে আসার সুযোগ পেয়েছে। কিন্তু আমার গডফাদার আমি নিজেই। আমি মনে করি, যোগ্যতা থাকলে গডফাদার লাগে না। আমার ভালো-খারাপ সময়গুলোতে আমার পরিবার পাশে থেকেছে। এছাড়া ইন্ডাস্ট্রির নানা বিষয়ে অনেকেই পরামর্শ দিয়েছে। আমি সেখান থেকে পরিকল্পনা করে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছি।’

LEAVE A REPLY