১৮ বছর পর আবারও লালগালিচায় বেনিফার

ভেনিস চলচ্চিত্র উৎসবে ক্যামেরাবন্দী হয়েছেন আলোচিত জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। বেনের ‘দ্য লাস্ট ডুয়েল’ ছবির প্রিমিয়ারের অংশ নেন তারা। শুক্রবার রাতে উৎসবের লালগালিচায় ক্যামেরাবন্দী হন বেনিফার খ্যাত এই জুটি।

কয়েক মাস ধরে গুঞ্জন চলার পর গত জুলাইয়ে সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। এবার  লালগালিচাতেও হাজির হয়েছেন এক সঙ্গে।

২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই যুগল। বিয়ে দিনক্ষণও ঠিক হয়েছিল। কিন্তু তার আগেই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। দীর্ঘ সময় পর ফের জোড়া লেগেছে সেই সম্পর্কে।

সূত্র : ইউএসএ টুডে 

বিডি প্রতিদিন

LEAVE A REPLY