এবার সৌদি থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা সৌদি আরবে আশঙ্কাজনক হারে বেড়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই বিগত কয়েক সপ্তাহে সৌদি আরব থেকে তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির রাজধানীর কাছেই প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে এমন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে মার্কিন প্রশাসন। যখন আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণ নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে- তখনই এমন সিদ্ধান্তের খবর সামনে এলো।এদিকে, সর্বশেষ গত বুধবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনের ওপর সৌদি জোটের হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলা সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী এমনটাই জানিয়েছে।

LEAVE A REPLY