কাবুলে বোরকা পরে তালেবানের সমর্থনে নারীদের সমাবেশ

আফগানিস্তানে এবার বোরকা পরে তালেবানের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারীরা। এ সময় তাদের পরনে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কালো বোরকা এবং হাতে ছিল তালেবানের পতাকা। 

শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে সমাবেশে অংশ নেন তিন শতাধিক নারী। তালেবানের সমর্থনে এসব নারীরা কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে আয়োজিত ওই সমাবেশে অংশ নেন। সমাবেশে কয়েকজন নীল রঙয়ের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়। 

সমাবেশে নারীরা পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন। 

সমাবেশে শাবানা ওমারি নামে এক নারী জনতার উদ্দেশে বলেন, তিনি তালেবানদের নীতির সঙ্গে একমত যে নারীদের মাথা ঢেকে রাখা উচিত।

তিনি আরও বলেন, যারা হিজাব পরেন না তারা আমাদের সবার ক্ষতি করছেন। ‘আল্লাহু আকবার’ বলে সমাবেশে  বক্তব্য শেষ করেন শাবানা ওমারি। 

অপর এক নারী বলেন, আমরা সেই নারীদের বিরুদ্ধে যারা রাস্তায় বিক্ষোভ করে বলছে তারা নারীদের প্রতিনিধি।

বিগত সরকার সরকার সমালোচনা করে তিনি বলেন, এটা কি বিগত সরকারকে পছন্দ করার স্বাধীনতা? না, এটা সেই স্বাধীনতা নয়। ওই সরকার নারীদের অপব্যবহার করছিল। তারা শুধু সৌন্দর্যের ভিত্তিতে নারীদের নিয়োগ দিয়েছিল।

এর আগে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণার পর থেকে আফগানিস্তানের বিভিন্ন শহরে চাকরি ও শিক্ষাক্ষেত্রে নিজেদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ করেন নারীরা। 

শিক্ষা মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিচালক দাউদ হাক্কানি জানান, নারীরা এই সমাবেশের আয়োজন করে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে তাদের অনুমতি দেওয়া হয়।

এদিকে, অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। ওই সময় ইসলামিক আইনে প্রকাশ্যে শাস্তি ও নারী অধিকার ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে তালেবানের বিরুদ্ধে।

LEAVE A REPLY