অনেকের সাধের আসবাবপত্র ঘুণপোকা নষ্ট করে ফেলে। বিশেষ ধরনের কাঠপোকা কাঠের গায়ে ডিম পাড়ে, আর এতে নষ্ট হয় আপনার শখের কাঠের আসবাব। তবে কী করে মুক্তি পাবেন এই সমস্যা থেকে? চলুন জেনে নেওয়া যাক।
• আসবাব কেনার আগে ভালো করে জেনে নিন কোন কাঠে ঘুণ ধরে না। সেই কাঠের আসবাবপত্র কেনার চেষ্টা করুন।
• ভেজা কাঠে ঘুণ ধরার আশঙ্কা বাড়ে। তাই কাঠ ভেজা বা কাঁচা কি না ভালো করে পরীক্ষা করে নিন। আসবাপত্র ভিজে গেলে ভালো করে রোদে শুকিয়ে নিন।
• কাঠের ওপর বার্নিশের প্রলেপ কিংবা রং এজাতীয় পোকার হাত থেকে আসবাবকে রক্ষা করে। যারা পেশাদার তাদের দিয়েই এ কাজটি করান।
• কাঠের গায়ে কোনো ছিদ্র বা ফাটল থাকলে ঘুণপোকা সেখানে ডিম পাড়ে। আসবাব কেনার আগে দেখে নিন তার গায়ে এ রকম কিছু আছে কি না। পুরনো আসবাবের গায়ে ছিদ্র বা ফাটল ধরলে দ্রুত মোম বা গালা দিয়ে বন্ধ করে দিন।
• বাজারে বোরন পাউডারের মতো কিছু রাসায়নিক পাওয়া যায়, সেগুলো স্প্রে করে দিতে পারেন। এতে আসবাবে ঘুণ ধরা ঠেকানো যায়।
• ঘুণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেলে পেশাদার কাউকে দিয়ে আসবাবের সেই অংশ কেটে ফেলে দিয়ে মেরামত করতে হতে পারে। তাতে করে বাকি আসবাবপত্রে আর এটা ছড়াবে না।