‘আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে জঙ্গিরা অনুপ্রাণিত হবে’

USA. Wind blown flag of the United States of America over sky background.

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর অগোছালো প্রত্যাহারের ফলে জঙ্গিরা অনুপ্রাণিত হবে বলে মনে করছেন সিআইএ’র সাবেক পরিচালক মাইকেল মোরেল। এখবর দিয়েছে ডেইলি হান্ট।

তিনি বলেছেন, তালেবান বলছে, আমরা শুধু যুক্তরাষ্ট্রকে পরাজিত করিনি, আমরা ন্যাটোকে পরাজিত করেছি। আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তিকে পরাজিত করেছি। তাই একটা উৎসব চলছে।

গত রবিবারে ইউএস সেনাবাহিনীর জেনারেল মার্ক মিলি বলেছেন, তালেবানদের সামনে আফগান সেনাবাহিনী অনেক দ্রুত ভেঙে পড়েছে। ভবিষ্যতে সেখানে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।

ইত্তেফাক/এসএ 

LEAVE A REPLY