দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সাথে বাগদান সেরেছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ৩৯ বছর বয়সী ব্রিটনি ইনস্টাগ্রামে বাগদানের পর ধারণ করা একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘তিনি বিশ্বাস করতে পারছেন না।’ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বাগদানের বিষয়টি জানিয়েছেন স্যাম আসগরিও।
দীর্ঘ ১৩ বছর ধরে ব্রিটনির অর্থ ও ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণে ছিল তার বাবা জেমি স্পিয়ার্সের। সেই ব্যবস্থা অনুযায়ী, ২৭ বছরের আসগরিকে বিয়ে করতে পারছিলেন না ব্রিটনি। আরও সন্তান নেওয়ার ক্ষেত্রেও বাধা ছিল। ব্রিটনি নিজেই এমন তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, এর আগে দুই বার বিয়ে করেছিলেন ব্রিটনি। তার দুটি সন্তানও রয়েছে।
ব্রিটনির সম্পদ ও স্বাস্থ্যের বিষয়ে অভিভাবকত্ব নিয়ে এখনো বাবা-মেয়ের আইনি লড়াই চলছে। এরমধ্যেই বাগদান সারলেন ব্রিটনি।
সূত্র : বিবিসি