টিটোয়েন্টি বিশ্বকাপ শেষের পরের দিনই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

বিশ্বকাপ শেষের পরের দিনই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

অক্টোবরে শুরু হয়ে ১৪ নভেম্বর ২০২১ এ শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সফরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট সিরিজও যুক্ত করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ চলছে বিসিবির। আসন্ন পাকিস্তানের এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ ই খেলতে চায় স্বাগতিক বাংলাদেশ।

এর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশে এসেছিলো পাকিস্তান । সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো পাকিস্তান। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি ড্র করলেও দ্বিতীয়টিতে জয় পেয়েছিলো পাকিস্তান।

LEAVE A REPLY