প্রাপ্তির পালকে আরেকটি অর্জন

এবার এটিএন বাংলা (অবিরাম বাংলার মুখ) ও এটিএন এমসিএল এর যৌথ উদ্যোগে আয়োজিত সঙ্গীত রিয়ালিটি সো ‘আগামীর তারকা-২০২০ এর ২য় স্থান অর্জন করেছেন সাঈদা ইসলাম প্রাপ্তি। সঙ্গীতে বিভিন্ন সময় নানা প্রতিভার সাক্ষর রেখেছেন প্রাপ্তি। প্রাপ্তির এবারের প্রাপ্তি তাঁর পালকে নতুন মাত্রা যোগ করলো। 

এর আগে ২০১৫ সালে বাংলাদেশ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতায় (সঙ্গীতে)প্রথম জাতীয় পুরস্কার লাভ করেন সাঈদা ইসলাম প্রাপ্তি। চীনমৈত্রী সম্মেলন কন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাত থেকে পদক গ্রহণ করেন প্রাপ্তি।

সম্প্রতি ২০২১ সালের ৩০শে মে সাঈদা ইসলাম প্রাপ্তি বাংলাদেশ থেকে  অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ পারফর্মিং আর্ট আয়োজিত মিউজিক কম্পিটিশনে সিলেক্ট হয়ে করোনা মহামারি আইনানুসারে সন্গীতে অংশগ্রহণ করে।  

kalerkantho

গত শনিবারও প্রাপ্তির, প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরেকটি প্রাপ্তি।  বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)এর এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান গ্র্যান্ড ফিনালে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এটিএন এমসিএলএর সিইও মাজেদুর রহমান মুনিম, অ্যাডভাইজার টু চেয়ারম্যান  কর্নেল মির মোতাহার হোসেন, প্রোগ্রাম অ্যাডভাইজার তাশিক আহমেদ ও নজরুল সম্রাজ্ঞী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে প্রাপ্তি দ্বিতীয় স্থান অ্যাওয়ার্ড ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করার গৌরব অর্জন করেন।

করোনা মহামারিতে ঘরবন্দী জীবনে সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে দীর্ঘ এক বছর এই প্রতিযোগীতায় এটিএন এমসিএল এর সিইও সাজেদুর রহমান মুনিম, ফাতেমা-তুজ-জোহরা, সম্পা দাস, নুর জাহান আলীম ও অর্ক মুখার্জি সহ বরেণ্য সঙ্গীতরা চুলচেড়া বিশ্লেষণের মাধ্যমে  বিচারকের ভুমিকা পালন করেন।

LEAVE A REPLY