টেলিফোনে কী আলাপ করলেন ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট?

ইরান এবং রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে টেলিফোনে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার শেষ বেলায় দুই নেতা টেলিফোনে কথা বলেন। যৌথভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের বিষয় নিয়েও আলোচনা করেন তারা।ফোনালাপে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আমরা মস্কোর সঙ্গে সহযোগিতা এবং সর্বক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে চাই।”

তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে জোর দিয়ে বলেন, তেহরান ও মস্কো যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে পারে। এই সহযোগিতা প্রাণঘাতী ভাইরাসটি বিশ্ব থেকে নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন বলেন, এই মুহূর্তে তিনি নিজেকে কিছুটা ‘গুটিয়ে রেখেছেন’ তবে দু’জনের মধ্যে বৈঠক আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া, ইরানের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের ওপরও তিনি জোর দেন। সূত্র: প্রেসটিভি

LEAVE A REPLY