জাতিসংঘের সিনিয়র সাত কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া

জাতিসংঘের সিনিয়র সাতজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা বা বহিষ্কার করেছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে জাতিসংঘের সিনিয়র এক কর্মকর্তা বলেছিলেন, টাইগ্রেয়ের উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ সম্ভবত দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। এর পরই এমন পদক্ষেপ নিলো ইথিওপিয়া।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বহিষ্কার হওয়া কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। বহিষ্কার হওয়া কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিলের (ইউনিসেফ) প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ইউএনওসিএইচএ) প্রধানও আছেন।

গত বছরের নভেম্বর মাস থেকে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে ফেডারেল বাহিনী এবং টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে লড়াই চলছে।

LEAVE A REPLY