‘ভক্তদের হতাশ করতে চাই না’

বর্তমানে অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’ সিনেমার শুটিং করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটি দ্বিতীয় লটের শুটিংয়ে ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি। একই সিনেমাতে কৃতির এমন লুক পরিবর্তন অবাক করেছে সিনেপ্রেমীদের। শুটিংস্পটের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়তেই প্রশংসা পাওয়ার পাশাপাশি দর্শক কৌতুহলও বেড়েছে কয়েকগুণ। তবে এমন আলোচনার মাঝেই নতুন সিনেমার খবর দিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, চলতি মাসেই ‘শেহজাদা’ শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করছেন কৃতি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। ‘লুকাচুপি’ সিনেমাতে প্রথমবারের মতো তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমাটি দর্শক গ্রহণযোগ্যতা পাওয়ার সাফল্যে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও পূজা হেগডে অভিনীত তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’র এই রিমেকটি নির্মাণ করবেন নির্মাতা রোহিত ধাওয়ান। সিনেমাটিতে অভিনয়ের জন্য এরইমধ্যে কার্তিক ও কৃতি প্রস্তুতি শুরু করেছেন।

কৃতি বলেন, ‘আমি প্রতিটি সিনেমা শুরু করার আগে নিজেকে সেই চরিত্রের মতো করে প্রস্তুত করি। চরিত্রের সঙ্গে মিশে যেতে না পারলে দর্শকরা মুখ ফিরিয়ে নেবে, এটা বলার অবকাশ রাখে না। তারা চরিত্রটির মতো করেই পছন্দের শিল্পীকে দেখতে চায়। তাছাড়া মৌলিক গল্পের চেয়ে রিমেকে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং। আগের পর্বের চেয়ে ভালো কিছু দর্শকরা প্রত্যাশা করেন। এই সিনেমাটিও দারুণ প্রশংসিত। তাই ভালোভাবে নিজেকে প্রস্তুত করার বিকল্প নেই। ভক্তদের হতাশ করতে চাই না।’

LEAVE A REPLY